ফের রাজ্যে মূর্তি ভাঙচুরের অভিযোগ। এবার উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা থানা এলাকায় বাসন্তী পূজার মূর্তিতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মূর্তি ভাঙচুরের অভিযোগ তুলে পথ অবরোধ করেন ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
গোবরডাঙা থানা এলাকার বেড়গুম কাছারি বাড়ি এলাকায় ৪০ বছর ধরে বাসন্তীপুজোর আয়োজন করে অগ্রদূত ক্লাব। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার ছিল বাসন্তী পুজোর সপ্তমী পুজো। অভিযোগ, শনিবার ভোর রাতে সেখানে প্রতিমায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। যার জেরে পুড়ে যায় প্রতিমার কাঠামোর কিছু অংশ। এর ফলে মুখ থুবড়ে পড়ে প্রতিমাটি। যার ফলে বিগ্রহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সকালে পুজো উদ্যোক্তারা মণ্ডপে এসে প্রতিমা মঞ্চের ওপর পড়ে থাকতে দেখলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙা থানার পুলিশ। পৌঁছন বারাসত পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। প্রায় আধ ঘণ্টা পর ওঠে অবরোধ।
পুলিশ সূত্রে খবর, প্রতিমায় কেউ আগুন ধরিয়েছে না এটি নিছক দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী হলে তাঁকে গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে।