বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য আর দেবগুরু বৃহস্পতি সময়ে সময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে থাকেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করছেন। বিভিন্ন সময়ে এই দুই গ্রহের নিজেদের অবস্থান পাল্টাতে শুরু করে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পান। প্রতিষ্ঠার দাতা সূর্য আর দেবগুরু বৃহস্পতি আসন্ন সময়ে এক রাজযোগের নির্মাণ করতে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা লাকি, দেখে নিন।
সিংহ
গুরু আর সূর্য আপনার রাশির আয়ের জায়গায় অবস্থান করবেন। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হবে। ধন, সম্পত্তিতে বিনিয়োগে লাভ হবে। কেরিয়ারে অপ্রত্যাশিত উন্নতির যোগ তৈরি হবে। এই সময় আপনার নতুন নতুন কাজ শুরুর জন্য অতি উত্তম সময়। আটকে থাকা টাকা, ফেরতের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রা আর বিদেশ থেকে লাভের যোগ তৈরি হবে। এই সময় আপনার ইচ্ছার পূরণ হবে।
( ভারত-পাক উত্তেজনার মাঝে পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ৩০ মিনিট 'ব্ল্যাকআউট'! কী ঘটে গেল?)
কন্যা
এই রাজযোগ আপনার গোচর কুণ্ডলীতে কর্মভাবে তৈরি হতে চলেছে। ফলে আপনার কাজের দিক থেকে বিশেষ উন্নতি আসন্ন। এরফলে জীবনে সুখ সুবিধা বাড়তে থাকছে। কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতির যোগ রয়েছে। নতুন গাড়ি, সম্পত্তি কেনার যোগ রয়েছে। আর্থিক স্থিতি আগের থেকে ভালো জায়গায় যেতে চলেছে। চাকরিরতদের পদোন্নতির যোগ তৈরি হবে। যাঁরা ব্যবসায়ী, তাঁরা ব্যবসায় ভালো লাভ পাবেন।