বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। সেই শনিদেব এবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। শনির এই নক্ষত্রের বদলের ফলে সমস্ত রাশিতে কোনও না কোনওভাবে প্রভাব পড়ে। কারোর ওপর ভালো প্রভাব পড়ে, কারোর ওপর খারাপ প্রভাব পড়ে। তবে কর্মফলদাতা শনি যখন কাউকে কিছু দেন, তখন তিনি ব্যাপকভাবে দান করেন। আসন্ন সময়ে রয়েছে শনির নক্ষত্র গোচর। তার প্রভাবে কোন কোন রাশি লাকি হতে চলেছে, দেখা যাক।
শনির নক্ষত্র গোচর:- আসন্ন সময়ে ২৭ ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবেন শনি। শনি যাবেন গুরুর নক্ষত্রে। ২৭ ডিসেম্বর রাত ১০ টা ৪২ মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করবেন। ২৮ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। দেখা যাক, লাকি কারা?
কন্যা
আপনার কোষ্ঠীতে যদি শনির অবস্থান জোরদার হয়, তাহলে সাফল্য পাবেন। নিজের প্রতিদ্বন্দ্বীদের হারাতে সফল হবেন। ঋণ থেকে উদ্ধার পাবেন। এছাড়াও সম্পত্তি, ব্যবসা, গাড়ি কেনার জন্য ঋণ পাবেন। দীর্ঘ দিন ধরে চলে আসা অসুস্থতা এবার ঠিক হবে। জীবনে আসতে চলেছে খুশি। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই দিনে শেষ হতে পারে। এরসঙ্গেই জীবনে খুশি আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার পুরো সম্পন্ন হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কোর্টের মামলায় পাবেন লাভ। ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে।
মকর
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। এরসঙ্গেই দীর্ঘ দিনের কাজে যদি ক্রমাগত বাধা আসতে থাকে, তাহলে তাতেও এবার সাফল্য পাবেন। আটকে থাকা টাকা এই সময় আসবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। ধন সম্পত্তি সঞ্চয় করতে সফল হবেন। চাকরির নতুন সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার কাজে উন্নতি হবে।
মিথুন
আপনার পরিবারে গুরুর সম্পূর্ণ সহায়তা থাকবে। পরিশ্রমের জেরে আপনি পাবেন লাভ। বৃহস্পতির সম্পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবে। জীবনে আসবে নানান রকমের খুশি, আনন্দ। আপনি পরিশ্রমের জেরে সব ক্ষেত্রে পাবেন সাফল্য। এর সঙ্গেই স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক সমস্যা থেকে মুক্তি মিলবে। পরিবারের ঝুট ঝামেলা মিটে যাবে। সব কাজে পাবেন সৌভাগ্যের সহযোগিতা। পূর্বভাদ্রপদে শনির প্রবেশে বহু ধরনের লাভ হবে।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
মিথুন