হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। প্রতিটি পূর্ণিমাই বছরে নিজের আলাদা আলাদা গুরুত্ব নিয়ে আসে। দেখে নেওয়া যাক, এই পূর্ণিমা তিথিগুলির মধ্যে আসন্ন তথা বছরের শেষ পূর্ণিমা কবে। ২০২৪ সালে বছরের শেষ পূর্ণিমা আসছে খুব শিগগিরই। পূর্ণিমা তিথি শনিবার থেকেই পড়ছে। শনিবার ১৪ ডিসেম্বর, ২০২৪ এ কখন থেকে এই পূর্ণিমা তিথি পড়বে?
কবে পড়ছে মার্গশীর্ষ পূর্ণিমা?
অগ্রহায়ণ মাসের পূর্ণিমা আসন্ন। এরই সঙ্গে ২০২৪ সালের শেষ পূর্ণিমা হতে চলেছে এই সময়। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর হতে চলেছে মার্গশীর্ষ পূর্ণিমা। এই তিথি ১৪ ডিসেম্বর শনিবার পড়ছে। তবে উদয়াতিথির নিয়মের হিসাবে এই পূর্ণিমা তিথি পালিত হবে রবিবার। পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো সহ বহু ধরনের ধার্মিক কাজ করা হয়। এদিকে, ওই ১৫ ডিসেম্বরের পর রয়েছে খরমাস। এই খরমাস পড়লে কোনও শুভ কাজ করা যায়না। আসন্ন সময়ে এই খরমাসের আগেই রয়েছে পূর্ণিমা তিথি।
( Jagannath Mandir:‘পুরীর ধ্বজা যেমন রোজ বদল করা হয়, তেমনভাবেই..’ দিঘার জগন্নাথ মন্দির কী কী হতে চলেছে, বলে দিলেন মমতা)
( Dhanu sankranti 2024 Tithi: রবিবার কখন পড়ছে সংক্রান্তি? কতক্ষণ থাকবে! রইল ধনু সংক্রান্তি ২০২৪র তিথি)
২০২৪ সালের শেষ পূর্ণিমা কবে?