বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, দেবতাদের গুরু বৃহস্পতি হলেন জ্ঞান, শিক্ষা, সন্তান, বিবাহ, ধর্মের কারক। গুরু বৃহস্পতির একটি গ্রহে দ্বিতীয়বার আসতে লেগে যায় ১২ বছর। কিছুদিন পরই দেব গুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে মে মাসের শেষে তাঁর সঙ্গে চন্দ্রের যুতি তৈরি হতে চলেছে। তারফলে একাধিক তাবড় গজকেশরী যোগ তৈরি হতে পারে। কোন কোন রাশি এর থেকে লাভ পাবেন, দেখে নেওয়া যাক।
বৃৃষ
গজকেশরী যোগের ফলে বৃষ সহ বহু রাশি পাবে অপার সাফল্য। পরিবারের সম্পূর্ণ সমর্থন তাঁরা পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে। কেউ যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে তাঁর কাছ থেকে সেই টাকা ফেরত পাবেন। ব্যাঙ্কিং বা পারিবারিক ব্যবসায় যাঁরা রয়েছেন তাঁরা পাবেন লাভ। অফিসে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যা আপনাকে সুবিধা এনে দেবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে।
কুম্ভ
মে মাসের শেষের দিকে কুম্ভ রাশির জন্য আসবে ভালো সময়। এই সময় দারুন লাভ পাবেন। পাবেন মানসিক শান্তি। দীর্ঘ দিন ধরে মাথায় যে চিন্তা ঘুরপাক খাচ্ছে, তা থেকে মুক্তি পাবেন। কেরিয়ারের দিক থেকে তুলকালাম লাভ হবে। শিক্ষা ক্ষেত্রে বিপুল লাভ হবে। নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। বিদেশে কোনও ব্যবসা চললে, তা থেকে লাভ পাবেন। মা বাবা গুরুর সম্পূর্ণ সমর্থন আপনি পাবেন। জীবনে নানান খুশি আনন্দ আসবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে।
( ৫ মে থেকে ভাগ্যের চাকা ঘোরাবেন বুধ, গুরু! মান, যশ, টাকায় ভরবে মেষ সহ বহু রাশির কপাল)
( শনিদেবের কৃপায় এবার কর্কট, কুম্ভ সহ বহু রাশির লাভের যোগ! বিয়ে থেকে টাকাকড়িতে লাভ কাদের?)
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। চাকরি বদলের কথা ভাবছেন যদি, এই সময় তা হতে পারে। চাকরিতে পেতে পারেন ভালো পদোন্নতি। সঙ্গে হতে পারে বেতন বৃদ্ধি। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। শ্বশুরবাড়ি থেকে কোনও শুভ সংবাদ পেতে পারেন। হঠাৎ করে হাতে আসবে টাকা। কোনও পৈতৃক সম্পত্তি পেতে পারেন।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
মে মাসে গজকেশরী যোগ:-
মে মাসের মাঝে ১৪ মে বুধের রাশি মিথুনে প্রবেশ করবেন দেবতাদের গুরু বৃহস্পতি। এরই সঙ্গে ২৮ মে চন্দ্র দুপুরে মিথুন রাশিতে প্রবেশ করবেন। সেদিন দুপুর ১ টা ৩৬ মিনিটে চন্দ্র প্রবেশ করবেন মিথুন রাশিতে। এতেই ৫৪ ঘণ্টা ৩০ মিনিট ধরে রাজযোগ থাকবে।