বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুদ্ধি, তর্ক বিতর্কের কারক হিসাবে দেখা হয় বুধকে। গ্রহদের রাজকুমার বুধের অবস্থানের পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বর্তমানে তিনি ধনুর রাশিতে রয়েছেন। তবে পরে শনির রাশি মকরে তিনি অবস্থান করবেন। এরফলে কিছু রাশি লাভ পাবেন। কিছু রাশিকে থাকতে হবে সতর্ক। গ্রহদের রাজকুমার ২৪ জানুয়ারি সন্ধ্যায় মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন। বুধের মকর রাশিতে যাওয়ার ফলে বেশ কয়েকটি রাশি লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশি লাভ পাবেন, দেখা যাক।
বৃষ
কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন। যে কাজে হাত দেবেন সেই কাজে পাবেন লাভ। ধন সম্পত্তি থেকে পেতে পারেন লাভ। লেখা বা আধ্যাত্মের ক্ষেত্রে লাভ পেতে চলেছেন। মা বাবা কিম্বা সন্তানের থেকে প্রাপ্ত কোনও অভিজ্ঞতা আপনাকে লাভ দেবে। আধ্যাত্মের দিকে আপনার আশা বাড়বে। লক্ষ্য প্রাপ্তিতে পাবেন সাফল্য।
কর্কট
এই রাশির জাতক জাতিকারা বাম্পার লাভ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিদেশি কোনও সংস্থায় কাজ করার সুযোগ পাবেন। কোনও না কোনও ছোট যাত্রায় যেতে পারেন। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে।
মকর
এই রাশির লগ্নভাবে বুধ থাকতে চলেছেন। চাকরিতে এই সময় ইতিবাচক প্রভাব পড়বে। আপনার জীবনে আনন্দ খুশি আসতে পারে। প্রতিযোগিয়ামূলক পরীক্ষায় পাবেন লাভ। বুদ্ধির দ্বারা ব্যাপক সাফল্য পাবেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য ,ময় অত্যন্ত ভালো।
বুধ যাচ্ছেন শনির রাশিতে কবে?
আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধ শনির রাশিতে যাচ্ছেন। ২৪ জানুয়ারি বিকেল ৫ টা ৪৫ মিনিটে শনির রাশি মকরে প্রবেশ করবেন বুধ। তাতে প্রায় সব রাশিতেই প্রভাব পড়বে। তবে কিছু রাশিতে বেশি প্রভাব পড়বে। দেখা যাক, লাকি কারা?
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )