Hindustan Times
Bangla

Gardening Tips: এভাবে যত্ন নিলে মানি প্ল্যান্ট গাছ তরতরিয়ে বাড়বে

মানি প্ল্যান্ট গাছের সঠিক বৃদ্ধি চাইলে এমন মাটি বেছে নিতে হবে যা ঝুরঝুরে, আর সঙ্গে উর্বর। বালি মিশ্রিত মাটি ব্যবহার করুন। কারণ শিকর দীর্ঘক্ষণ ভেজা থাকলে পচে যেতে পারে। 

Photo Credits: Pexels

মানি প্ল্যান্টে জল কম লাগে। মাটির উপরের ১ ইঞ্জি শুকিয়ে গেলে তারপরেই জল দিন। শীতকালে, আপনি তিন দিনে একবার মানি প্ল্যান্টে জল দিতে পারেন। 

Photo Credits: Pexels

মানি প্ল্যান্ট কিন্তু জলেও খুব সহজে বাঁচে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সময় পরপর জল বদলাতে হবে। সপ্তাহে ১ দিন জল পাল্টাতে পারলে সবচেয়ে ভালো। 

Photo Credits: Pexels

এই গাছটি ইনডোর এবং আউটডোর, দু জায়গাতেই খাপ খাইয়ে নিতে পারে। তবে সরাসরি সূর্যের আলো এসে পড়ে, এমন জায়গায় এই গাছ রাখবেন না। পুড়ে যেতে পারে পাতা। আংশিক ছায়ায় সবচেয়ে ভালো বৃদ্ধি পায় এই গাছ। 

Photo Credits: Pexels

গাছের পাতা নিয়মিত পরিষ্কার করুন। সপ্তাহে একবার অন্তত ভেজা কাপড় দিয়ে মুছে দিন পাতা। এছাড়া মানি প্ল্যান্টের পাতায় দুধ স্প্রে করেন অনেকে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন, দুধে যেন চিনি-জাতীয় কিছু মেশানো না থাকে।

Photo Credits: Pexels