Updated: 21 Dec 2019, 09:42 AM IST
HT Bangla Correspondent
শয়ে শয়ে বিক্ষোভকারী ঘিরে ফেলেছে পুলিশের জিপ। দরজ... more
শয়ে শয়ে বিক্ষোভকারী ঘিরে ফেলেছে পুলিশের জিপ। দরজা ধরে টেনে হিঁছড়ে বার করতে চাইছে পুলিশকর্মীদের। নাগরিকত্ব বিল নিয়ে বিতর্কের মাঝে এই জনতার আক্রোশের চিত্র দেখল গুজরাতের বনসকন্থা। সারা দেশের মতোই সিএএ বিরোধী প্রতিবাদে উত্তাল গুজরাত। বনসকন্থায় পুলিশের ওপর হামলার ঘটনায় এফআইআর করা হয়েছে তিন হাজারেরও বেশি লোকের বিরুদ্ধে। এরমধ্যে ২২ জনকে শনা্ক্ত করেছে পুলিশ। দেশ জুড়ে ইতিমধ্যেই প্রতিবাদের বলি ১৪।