বাংলা নিউজ >
দেখতেই হবে >
Mukti Judhdho: পাক সেনার নজর এড়াতে মাদুলিতে লুকোতেন পৈতে! মুক্তিযুদ্ধকালে বীরযোদ্ধার অজানা গল্প
Updated: 16 Dec 2024, 07:58 PM IST
Laxmishree Banerjee
১৯৭১ সালের আজ দিনটিতেই ভারতসেনার কাছে আত্মসমর্পণ করেন পাক সেনারা। সেই যুদ্ধে পৈতে লুকিয়ে অংশ নেওয়া উত্তরবঙ্গের এক বীর যোদ্ধার গল্প হয়ত আজও অজানা। পৈতে লুকিয়ে ভারতীয় সেনার পাশে দাঁড়ানো এই ফটোগ্রাফারের কীভাবে যে পাক সেনাদের গতিবিধির ছবি তুলে যুদ্ধে সাহায্য করেছিলেন, তা জানলে গায়ে কাঁটা দেবেই। নাম সোমনাথ চৌধুরী। ডুয়ার্সে থাকেন। বাংলাদেশকে পাক সেনাদের হাত থেকে স্বাধীন করার দিনে, শুধু জীবনের ঝুঁকি নয়, পাল্টে ফেলেছিলেন নিজের ধর্মীয় পরিচয়ও। ব্রাহ্মণ বংশের ছেলে সোমনাথ চৌধুরী গায়ের পৈতে মাদুলীতে পুরে গলায় ঝুলিয়ে রাখতেন, পাক সেনারা যাতে টের না পায় তাঁর আসল পরিচয়। কিছুটা উর্দু ভাষা জানতেন, তাই এ যাত্রায় অসুবিধা হয়নি। অশান্ত বাংলাদেশকে দেখে খুব একটা হতচকিত নন তিনি। ৭৮ বছরের সোমনাথ চৌধুরী বলেন, সেসময় স্বয়ং ফিল্ড মার্শাল মানিক শ-ও এই ঘটনার আশঙ্কা করেছিলেন।