Updated: 24 Jun 2020, 11:30 AM IST
লেখক Arghya Prasun Roychowdhury
করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের অনেক ক্ষেত্রেই অক্সিজেন লাগে। এবার দুস্থদের অক্সিজেনের জোগান দিতে এগিয়ে এলেন মুম্বইয়ের দুই তরুণ। নিজেদের গাড়ি বেচে দিয়ে তারা অর্থ জোগাড় করেছেন এই মহত্ কাজের জন্য।
শাহনাওয়াজ হুসেন ও আব্বাস রিজভি, এই দুই বন্ধু বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই করছেন যাদের অর্থ সম্বল নেই। আব্বাসের এক আত্মীয়া গর্ভবতী অবস্থায় করোনায় মারা গিয়েছেন, অক্সিজেনের অভাবে। তার পর থেকেই এই দুই বন্ধু শপথ নেন, যে বিনা অক্সিজেনে কেউ যেন মারা না যায়, সেটার চেষ্টা করবেন। ক্রমশই ছড়িয়ে পড়েছে এই দুই বন্ধুর কীর্তি। সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসছেন অন্যরাও।