Updated: 25 May 2020, 10:16 PM IST
HT Bangla Correspondent
বিতর্কিত কথা বলার জন্যে বাজারে বিশেষ নাম আছে পরবেশ বর্মার। এবার ফের আলপটকা মন্তব্য করলেন দিল্লির বিজেপি সাংসদ। পরবেশ বললেন যে সারা দেশ মোদিজির নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়ছে। সবাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তগুলিকে সমর্থন করছেন। কিন্তু অন্যদিকে গান্ধী পরিবারের তিন সদস্য দেশকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। সেইজন্য পুরো পরিবারকে করোনা না কমা উচিত কোয়ারেন্টাইনে পুরে দেওয়া উচিত। দেখুন পুরো সাক্ষাত্কার।