ক্ষেতে কাক তাড়াতে ৫০০ টাকা দিলেই ভাড়া পাওয়া যাচ্ছে এই জীবন্ত 'কাক তাড়ুয়া'!
কাকপক্ষীর জ্বালায় ক্ষেতে ফসল ধরে রাখা মুশকিলের হয়ে যাচ্ছিল তেলাঙ্গানার এই চাষিদের। সমস্যা থেকে মুক্তি পেতে বহু চেষ্টা করেও মেলেনি সুরাহা। এরপরই জঙলি জন্তুর বেশধরে এক ব্যক্তি ক্ষেতে পাহাড়া দিতে শুরু করেন। দেখা যায় সহজে ক্ষেতে আসছে না কাক-পক্ষীর। উপদ্রব হচ্ছে না হনুমান কিম্বা শুকরের। এরপরই দিনে ৫০০ টাকা দিয়ে এমন জন্তুর পোশাক পরা ব্যক্তিকে ক্ষেত পাহাড়ার কাজে লাগানো হচ্ছে। তেলাঙ্গানার সিদ্দিপেট গ্রামে এই ফর্মুলা এখন হিট! অন্যদিকে চলন্ত কাকতাড়ুয়া ভাড়া পাওয়ায় নিশ্চিন্তে রয়েছেন কৃষকরাও। রোজগার হচ্ছে পশুর বেশধারী ওই ব্যক্তিরও।