বাংলা নিউজ >
দেখতেই হবে >
ক্রিস্টাল অ্যাওয়ার্ডের মঞ্চে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কথা বললেন দীপিকা
Updated: 22 Jan 2020, 01:36 PM IST
HT Bangla Correspondent
সুইৎজারল্যান্ডের দাভোসে ২৬তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড... more
সুইৎজারল্যান্ডের দাভোসে ২৬তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত দীপিকা পাড়ুকোন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রসারের জন্যই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ২০২০-র মঞ্চে সম্মানিত হলেন এই ভারতীয় অভিনেত্রী।নিজের বক্তব্যে দীপিকা জানান, 'আমি সবাইকে বলতে চাই তুমি একাই অবসাদে ভুগছো এমনটা নয়..আমার এই পুরস্কারটা নিতে যত সময় লাগল সেই সময়ের মধ্যে পৃথিবীতে আরও একটা মানুষ আত্মহত্যা করল..অবসাদ একটা খুব গম্ভীর কিন্তু সাধারণ অসুখ। এটা উপলদ্ধি করতে হবে আর পাঁচটা রোগের মতো উদ্বেগ এবং অবসাদও একটা রোগ এবং এই রোগের চিকিত্সা সম্ভব'। ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মান জানানো হয় সেই সব শিল্পীদের যাঁরা পৃথিবীর সার্বিক ও সুস্থিত উন্নয়নের জন্য নিজের কাজের মাধ্যমে অবদান রেখে থাকেন।