বাংলা নিউজ >
দেখতেই হবে >
Bhatpara youth goes missing: কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ ভাটপাড়ার যুবক, দুশ্চিন্তায় পরিবার
Updated: 01 Feb 2025, 06:49 PM IST
Laxmishree Banerjee
উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন ২৮ বছরের যুবক। বালুরঘাট থানার অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবরামপুর এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, কুম্ভে স্নান করার জন্য গত ২৭ তারিখে বাড়ি থেকে একাই রওনা দেন যুবক। ২৯ তারিখে ওখানেই স্নান করেন। পাড়ার বন্ধুকে ফোন করে এমনটাই জানান। এরপর থেকে আর ফোন যাচ্ছে না। ফোন করলে সুইচড অফ বলছে। তিন দিন কেটে গেলেও কোনও হদিশ পাচ্ছে না পরিবার। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে সকলে। সূত্রের খবর, ছেলের খোঁজ না পেয়ে শুক্রবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা।