Updated: 11 Mar 2020, 07:54 PM IST
HT Bangla Correspondent
বিজেপি সভাপতি জগত্ প্রকাশ নড্ডার উপস্থিতিতে বুধবার... more
বিজেপি সভাপতি জগত্ প্রকাশ নড্ডার উপস্থিতিতে বুধবার গেরুয়া দলে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যোগদানের পর সংক্ষিপ্ত বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। কিছুটা আক্ষেপের সুরে জ্যোতিরাদিত্য বলেন, সেই আগের কংগ্রেস আর নেই। কংগ্রেস বাস্তবকে অস্বীকার করে বাঁচতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে যে স্বপ্ন নিয়ে মধ্যপ্রদেশে সরকার গঠন করা হয়েছিল, তাও পূর্ণ হয়নি বলে জানান তিনি। চাষীদের ঋণ মুকুব হয়নি, রাজ্যে ট্রান্সফার ইন্ডাস্ট্রি চলছে ও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি বলে অভিযোগ করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন জ্যোতিরাদিত্য। তাঁকে বিজেপি পরিবারে অন্তর্ভুক্ত করার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ দেন তিনি।