শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে কোয়ালিফায়ার হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছিল হংকং দল। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়াকু ম্যাচ খেলেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে এসেই মুখ থুবড়ে পড়ল তারা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাদের বোলাররা অল্পবিস্তর লড়াই চালালেও, ব্যাটাররা কোন প্রতিরোধই গড়তে পারেনি। ফলস্বরুপ বড় ব্যবধানে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে তাদের। রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানে অলআউট হয়ে জোড়া লজ্জার নজির গড়ল তারা। দুই ক্ষেত্রেই সর্বনিম্ন রান গড়ার নজির গড়ল হংকং।
তাদের প্রথম লজ্জার নজির হল পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ইতিহাসে সর্বনিম্ন রান করা।এই নজির এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের। আসুন জেনে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ইতিহাসে সর্বনিম্ন রান করার সেই পরিসংখ্যান:-
১) ৩৮ রান হংকং, ২০২২
২) ৬০ রান ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮
৩) ৮০ রান নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ
আরও পড়ুন… PAK vs HK: চোখ বুজে রোহিতদের স্টাইলে খেলবে না পাকিস্তান, স্পষ্টভাবে জানালেন রিজওয়ান
এছাড়া এশিয়া কাপের ইতিহাসে এটাই সব থেকে কম স্কোর। পাশাপাশি পুরুষ টি-২০ তে সংযুক্ত আমির শাহিতেও সর্বনিম্ন স্কোর গড়ার লজ্জার নজির গড়ল হংকং দল। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান-
১) ৩৮ , হংকং বনাম পাকিস্তান, ২০২২
২) ৪৪, নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা, ২০২১
৩) ৫৫, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ২০২১
আরও পড়ুন… ৬৪ বলেই শেষ প্রতিপক্ষ! পাকিস্তানের ৭০ বছরের ক্রিকেট ইতিহাস এমন ঘটনা এই প্রথম
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।