প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে বেলজিয়ামের জুলিয়েন কারাগ্গির বিপক্ষে গ্রুপ স্টেজের ম্যাচ জিতে নিলেন ভারতের লক্ষ্য সেন। প্রথম গেমে শুরুর দিকে একটু পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন লক্ষ্য। প্রথম গেম জিতে নেন ২১-১৯ ফলে। এরপর দ্বিতীয় গেমেও জেতেন তিনি, সেখানে আর প্রতিপক্ষকে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই দেননি ভারতের এই শাটলার। দ্বিতীয় গেমের ফল ২১-১৪। শুরু থেকেই দ্বিতীয় সেটে আধিপত্য বিস্তার করে ফেলেন ভারতের এই তারকা। প্রথম ম্যাচে তিনি জিতলেও পরে সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ কেভিন কর্ডন প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায়, গ্রুপের বাকি দুই ম্যাচই জিততে হত লক্ষ্য সেনকে। এর মধ্যে প্রথম ধাপে অর্থাৎ জুলিয়েন কারাগ্গিকে হারিয়ে দিলেন তিনি। বুধবার গ্রুপ স্টেজের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির মুখোমুখি হবেন উত্তরাখণ্ডের ছেলে।
আরও পড়ুন-কুশল পেরেরার উইকেট নিতেই সুপার কুল সেলিব্রেশন হার্দিকের! জবাব দিতে চাইলেন কাউকে!
পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। প্রথম ম্যাচে তাঁরা জিতে ছিলেন ফরাসি প্রতিদ্বন্দীদের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল জার্মানির মার্ক লামফাস, মার্ভিন সিদেল জুটি। এই জুটির বিপক্ষে জিতলেও তাঁরা কার্যত কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতেন, কিন্তু এই ম্যাচ হলই না। চোটের জন্য জার্মান জুটি নাম প্রত্যাহার করে নিল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির বিরুদ্ধে। ফলে তাঁদের পথটা সহজ হয়ে যায় পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট বিশ্বকাপের সিদ্ধান্ত সঠিক! আইসিসির পাশে দাঁড়িয়ে বললেন দ্রাবিড়…
যদিও একটা অঙ্ক তখনও মেলানো বাকি ছিল তাঁদের। জার্মান জুটি সরে দাঁড়ানোয় গ্রুপের তিনটি দলের মধ্যে শীর্ষ দুই দলের মধ্যে থাকতে গেলে ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দীদের বিপক্ষে হারতে হত ফরাসি লুকাস কোরবি এবং রোনান লাবার জুটিকে । সেই কাজটাও করে দিলেন ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান এবং মহম্মদ রিওয়ান আদ্রিয়ান্ত। ফলে মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ভারতের এই জুটির ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। জার্মানির ডবলস দলের খেলোয়াড় মার্ক লামফাসের হাঁটুতে চোট থাকায় তিনি নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, ফলে ডবলসে নামতে পারেনি জার্মানি
আরও পড়ুন-জয়দীপ, মিলখা, পিটি উষার মতই একচুলের জন্য মেডেল মিস, ট্র্যাজেডির নায়ক হলেন অর্জুন
লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টিদের পাশাপাশি এই খেলায় ভারতের সব থেকে বড় পদক জয়ের দাবিদার হিসেবে রয়েছেন পিভি সিন্ধু। তিনিও নিজের প্রথম ম্যাচে আগেই জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।