শুভব্রত মুখার্জি: অলিম্পিক্স মানেই গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়িবিদদের এক বিশাল মঞ্চ। ফিলিপিন্স এশিয়া মহাদেশের অন্যতম ছোট্ট একটি দেশ। যে দেশের মোট জনসংখ্যার বিচারে তাকে পিছনে ফেলবে পশ্চিমবাংলার জনসংখ্যা। সেই দেশ থেকে এসে গেমসের মঞ্চে সোনা জয় অন্যতম বড় অ্যাচিভমেন্ট তো অবশ্যই। টোকিওর মঞ্চে তার দেশের হয়ে প্রথম সোনা জয়ের পর আবেগে ভেসে যান ফিলিপিনো ভারোত্তলক হিডিলিন ডিয়াজ। ৫৫ কেজি ভারোত্তলনের বিভাগে এই সোনা জয়ের পরবর্তীতে 'আবেগি' ডিয়াজ জানাতে ভোলেননি সোনা জয়ের পরে তিনি প্রচুর খাওয়া দাওয়ার পরিকল্পনা করেছিলেন।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
কারণ শেষ ৪-৫ বছর অলিম্পিক্সের জন্য নিজেকে তৈরি রাখতে নিজেকে কঠোর অনুশাসনের মধ্যে রেখেছিলেন তিনি। ফলে ডায়েট চার্ট মেনে তাকে খাওয়া দাওয়া করতে হয়। ফলে অনেক সময় ভাল মন্দ জিনিস মন চাইলেও খেতে পারতেন না। তাই তার এই কৃচ্ছসাধনের পরে গেমসের মঞ্চে সোনা পেয়ে বিশেষ দিনটিতে এই অনুশাসন ভেঙে প্রচুর খাওয়ার পরিকল্পনা তিনি আগে থেকেই করে রেখেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।