পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২০২২ এশিয়া কাপ-এর চতুর্থ সুপার ফোর ম্যাচটি শারজাহতে খেলা হয়েছিল। এই ম্যাচে পাকিস্তান রোমাঞ্চকর কায়দায় জিতেছে। ম্যাচের ১৯তম ওভারে পাকিস্তানি ব্যাটসম্যান এবং আফগান বোলারের মধ্যে সংঘর্ষ হয়, যখন ম্যাচের শেষে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেট ভক্তরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আফগানিস্তান দলের সমর্থকরা মারমারি শুরু করেন এবং স্টেডিয়ামের চেয়ার খুলে পাকিস্তানি সমর্থকদের মারধর শুরু করেন। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি-র প্রধান রমিজ রাজা বলেছেন, আমরা এ বিষয়ে আইসিসি-র কাছে অভিযোগ করব।
আরও পড়ুন… UEFA Champions League: ইতিহাস গড়লেন লেওয়ানডস্কি! জিতল বার্সা, ৪-১ হারল লিভারপুল
পিসিবি প্রধান রমিজ রাজা বলেছেন, ‘দেখুন,ক্রিকেটে এই রকমটা হওয়া উচিত নয় এবং এটি পরিবেশকে নষ্ট করে। আমরা এর বিরুদ্ধে আইসিসিকে চিঠি লিখব এবং আমাদের আওয়াজ তুলব। আমাদের আয়ত্তে যা আছে তাই করব,কারণ ভিজ্যুয়াল রয়েছে। এটা খুব খারাপ ছিল এবং এটি প্রথমবার নয়। মাঠে জয় হয় আবার পরাজয়ও হয়। এটা খুব ভালো লড়াই হয়ে ছিল। আফগান সমর্থকদের নিজেদের আবেগেটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত ছিল।’
রমিজ রাজা আরও বলেন, ‘পরিবেশ যদি আপনার না হয়,তাহলে আপনি ক্রিকেট খেলার দেশ হিসেবে বড় হতে পারবেন না। অবশ্যই একটি চিঠি লিখব এবং উদ্বেগ কথা প্রকাশ করব। ভক্তরা আমাদের অংশ। দলও আমাদের বিপদে পড়তে পারে। আমরা প্রোটোকল অনুযায়ী অভিযোগ করব।’
আরও পড়ুন… শুধু ঝগড়া আর মারামারি নয়, পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে দেখা গেল বন্ধুত্বের খণ্ডচিত্র
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।