ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ২০২২ সালের ৩০ মে ৩৫ বছর পূর্ণ করলেন। জন্মদিন উপলক্ষে ক্রিকেট বিশ্ব ও তার ভক্তদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও বর্তমান জাতীয় অধিনায়ক রোহিত শর্মাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
বিরাট কোহলি ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত ভারতের পূর্ণকালীন অধিনায়ক ছিলেন। বিরাট কোহলি তার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সতীর্থকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। ৩৩বছর বয়সী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। যাতে তাকে রোহিতকে আলিঙ্গন করতে দেখা যায়। কোহলি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন রোহিত শর্মা, ঈশ্বর আশীর্বাদ করুন।’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে ক্রিকেটারের জন্মদিনে তাঁর স্বামীর জন্য একটি মিষ্টি বার্তা পোস্ট করেছেন। তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে রোহিতকে তাঁর মেয়ে সামাইরার সাথে দেখা যায়। রিতিকা তার পোস্টে লিখেছেন যে তিনি এবং তার মেয়ে তাকে কতটা ভালোবাসেন এবং যত্ন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।