বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘যে ফর্মে আছে, ওঁকে কোনও পরামর্শ দিতে হয় না’, অর্শদীপের ধারাবাহিকতায় মুগ্ধ রাবাডা
পরবর্তী খবর
গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাগিসো রাবাডা। ম্যাচ শেষে সেরার পুরস্কার প্রহণ করার সময় রাবাডার গলায় মঙ্গলবার শোনা গেল ‘সম্মিলিত প্রচেষ্টা’র কথা এবং ‘অর্শদীপের প্রশংসা’। ঋদ্ধিমান সাহা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসনের উইকেট তুলে নেন রাবাডা। দুরন্ত ছন্দে ছিলেন তিনি। এদিকে এক উইকেট নিলেও রাবাডাকে ডেথ ওভারে যোগ্য সঙ্গত দেন ভারতীয় তরুণ পেসার অর্শদীপ। ম্যাচ শেষে তাই প্রোটিয়া পেসারের গলায় শোনা গেল অর্শদীপ বন্দনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।