ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ চেন্নাই সুপার কিংস তাদের প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে। এই সব ম্যাচে সিএসকে-র জয়ের পিছনে ব্যাটসম্যানদের অবদানই বেশি গুরুত্বপূর্ণ ছিল। সিএসকে-র বোলিং এই মরশুমে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। সিএসকে ব্যাটসম্যানরা যতই বড় লক্ষ্য নির্ধারণ করুক না কেন, বোলারদের তা বাঁচাতে অনেক সংগ্রাম করতে হচ্ছে। সিএসকে সোমবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২২৭ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু তারপরেও চেন্নাই মাত্র আট রানে ম্যাচটি জিততে পারে।
আরও পড়ুন…. লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন, বদলে গেল LSG vs CSK ম্যাচের দিন
দীপক চাহার, মুকেশ চৌধুরী, সিসান্দা মাগালা, বেন স্টোকস এবং সিমারজিৎ সিং-এর মতো খেলোয়াড়দের ইনজুরি CSK টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মাথাব্যথা বাড়িয়েছে। এই সবের মধ্যেই সিএসকে বোলারদের সতর্ক করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। সিএসকে বোলাররা এই আইপিএলে প্রচুর নো-বল এবং ওয়াইড বোলিং করেছে, যা দলের ওভার রেটেও প্রভাব ফেলেছে।
আরও পড়ুন…. পারফরম্যান্স না করলে এ সব গুজব রটবেই: CSK-র সঙ্গে সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে জাদেজার মন্তব্য
সোমবার আরসিবির বিরুদ্ধে খেলা ম্যাচে সিএসকে বোলাররা ছয়টি ওয়াইড বল করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক উইকেটের পরাজয়ের পর ধোনি বলেছিলেন, ‘বোলারদের নো-বল এবং ওয়াইড বল নিয়ন্ত্রণ করতে হবে, আমরা প্রচুর অতিরিক্ত বল করছি। আমাদের এটি নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সমস্যার মুখোমুখি হতে হবে। নতুন চ্যালেঞ্জ আসতে পারে এবং নতুন অধিনায়কের অধীনে খেলতে হতে পারে।’ ধোনির ইঙ্গিত ছিল একটানা স্লো ওভার রেটের জন্য তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকবাজকে বলেছেন, ‘ধোনিকে খুশি দেখাচ্ছিল না, কারণ সে আগেই বলেছে যে বোলারদের নো-বল এবং ওয়াইড বল নিয়ন্ত্রণ করতে হবে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisaonline.com/sports/ipl)
সেহওয়াগ আরও বলেছেন, ‘আরসিবির বিরুদ্ধে সিএসকেকে অতিরিক্ত ওভার করতে হয়েছিল। এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যেখানে ধোনিকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে এবং সিএসকেকে তাদের অধিনায়ককে ছাড়াই মাঠে খেলতে হতে পারে। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে সিএসকে বোলিং দুর্বল, তাদের এই বিভাগে কাজ করা দরকার। কিন্তু তিনি এটা সম্পর্কে কি করতে পারেন? তারা কেবল তাদের কাছে উপলব্ধ শক্তিটিই ব্যবহার করতে পারেন। বোলারদের আরও সঠিক হতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।