মরশুমে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬১ রানে পর্যদুস্ত করে জয়ী হয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচে ২৭ বলে ঝোড়ো ৫৫ রান করে সেরা নির্বাচিত হয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। পাশপাশি এই ম্যাচে শেন ওয়াটসনের এক দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন সঞ্জু।
নিজের ৫৫ রানের ইনিংসে সঞ্জু তিনটি চার মারার পাশাপাশি পাঁচটি ছক্কাও হাঁকান। এর জেরেই তিনি ওয়াটসনকে টপকে আইপিএল ইতিহাসে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ছয় মারার নজির গড়ে ফেললেন। ওয়াটসন ২০১৫ সাল অবধি রাজস্থানের হয়ে খেলে ৭৪ ম্যাচে ১০৯টি ছক্কা হাঁকিয়েছিলেন। সানরাইজার্স ম্যাচের পর রাজস্থানের হয়ে সঞ্জুর ছক্কার সংখ্যা দাঁড়াল ১১০। ২০১৩ সাল থেকে রাজস্থান জার্সিতে সঞ্জু ইতিমধ্যেই ৯৪টি ম্যাচ খেলে ফেলেছেন।
এই তালিকায় সঞ্জু ও ওয়াটসনের আশেপাশে কোনও তারকা নেই। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা জোস বাটলার ৪২ ম্যাচে রাজস্থানের হয়ে ৬৭টি ছয় হাঁকিয়েছেন। সঞ্জুর ৫৫ রানের পাশাপাশি দেবদূত পাডিক্কালের ৪১ ও শিমরন হেতমায়েরের ৩২ রানে ভর করে রাজস্থান সাত উইকেটের বিনিময়ে এই ম্যাচে ২১০ রান তোলে। জবাবে সানরাইজার্স শুরুতেই উইকেট হারিয়ে ম্যাচে কোনও সময়ই লড়াইয়ে ছিল না। শেষে অবশ্য ওয়াশিংটন সুন্দরের ৪০ ও এডেন মার্করামের অপরাজিত ৫৭ রানে কোনওক্রমে ১৪৯ রান তোলে সানরাইজার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।