জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রেখে ২-০ সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। শনিবার (২০ অগস্ট) হারারে ক্রিকেট গ্রাউন্ডে টিম ইন্ডিয়ার এই জয়ের সঙ্গে দীপক হুডা দুরন্ত এক নজির গড়ে ফেলেছেন। তবে সেটা নিজের পারফরম্যান্স দিয়ে নয়। দেশের জয়ের উপর ভিত্তি করে।
এই বছরের শুরুর দিকে জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে এখনও কোনও আন্তর্জাতিক ম্যাচে পরাজয়ের মুখে পড়তে হয়নি এই অলরাউন্ডারকে। অভিষেকের পর থেকে দীপক হুডা জাতীয় দলের জার্সিতে যে ক'টি ম্যাচ খেলেছে, সেই সব ম্যাচ জিতেছে ভারত।
আরও পড়ুন: ম্যাচের মধ্যেই ইশানের কিষাণের উপরে চটলেন অক্ষর প্যাটেল! দেখে নিন পুরো ঘটনা
এর মধ্যে রয়েছে ৭টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অভিষেকের পর থেকে কোনও খেলোয়াড় এমন টানা ১৬টি ম্যাচে জয় পাননি। হুডার এই জয়ের ধারাটি সর্বোচ্চ। এর আগে রোমানিয়ার সাত্ত্বিক নাদিগোটলা জাতীয় দলে অভিষেকের পর টানা ১৫টি ম্যাচ জিতেছিলেন। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং রোমানিয়ান আন্তর্জাতিক শান্তনু বশি তাঁদের অভিষেকের পর টানা ১৩টি ম্যাচ জিতেছিলেন। হুডা সকলকে ছাপিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: ভিডিয়ো: স্ত্রী অনুষ্কার সঙ্গে মুম্বই-এর রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন কোহলি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।