২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে চাপের মাঝেই পাকিস্তানের সেরা বোলার হ্যারিস রউফকে পরপর ২টি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। আর সেই ছয়ই বিশ্বকাপের ম্যাচ ঘোরানো সেরা ৫টি মুহূর্তের মধ্যে জায়গা করে নিয়েছেন।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট দুরন্ত ছিলেন। একের পর এক অসাধারণ সব ইনিংস খেলেছেন। কিন্তু সবচেয়ে স্মরণীয় ইনিংস ছিল পাকিস্তানের বিরুদ্ধে। যে ম্যাচে অপরাজিত ৮২ করে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেব কোহলি।
আরও পড়ুন: বর্তমানে কোহলিই সেরা- স্মিথের বেস্ট ফাইভে আছেন অন্য একজন ভারতীয়ও
এই বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। ওই ম্যাচে একটা সময়ে মনে হচ্ছিল, ভারত বুঝি হেরে যাবে। কিন্তু বিরাট কোহলি ওই সময়ে কার্যত অসম্ভবকে সম্ভব করে দেন।
১৯ তম ওভারের শেষ দুই বলে হ্যারিস রউফকে পরপর দু'টি ছক্কা মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। এর পর শেষ ওভারও নাটকীয় ছিল। অবশেষে ভারত এই ম্যাচ জেতে।
আরও পড়ুন: ভারতীয় দল কাপুরুষ, মানসিকতা বদলাতে মর্গ্যানের মতো অধিনায়ক দরকার- হেয় করলেন নাসের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।