রবিবার হচ্ছে না ডুরান্ড কাপের বড় ম্যাচ। নির্ধারিত সূচি অনুয়ায়ী রবিবার সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যা সাতটার সময় এই ম্যাচ হওয়ার কথা ছিল। সেই মতো দুই প্রধানের সমর্থকরাই টিকিট কেটেছিল এই মরশুমের সুপারহিট প্রথম ডার্বি দেখার। এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা ছিল তারকা বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের। কিন্তু তাঁর একদিন আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, আর তাতেই হতাশ সমর্থকরা।
বড় ম্যাচ নিরাপত্তাজনিত কারণে বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পায়। তাতেই কোয়ার্টার ফাইনালের রাস্তা মসৃণ হয়ে যায় গতবারের দুই ফাইনালিস্টের কাছে। যদিও ডার্বি বাতিল হওয়া নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যার বহিঃপ্রকাশ হতে পারে রবিবার সল্টলেক স্টেডিয়ামের বাইরে। ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা জমায়েত করতে পারেন স্টেডিয়ামের সামনে, উদ্দেশ্য আরজি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষিদের শাস্তি।
আরও পড়ুন-RG কর-কাণ্ডের জের! নিরাপত্তার অভাবে ডার্বি বাতিল! ডুরান্ডের কোয়ার্টারে ইস্ট-মোহন
শনিবার ডুরান্ড কাপ কমিটির সঙ্গে পুলিশের বৈঠকের পরই জানিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ বাতিল করা হচ্ছে। এরপরই জল্পনা শুরু হয়, কলকাতায় হয়ত ডুরান্ডের বাকি ম্যাচ হবে না। বৈঠক শেষে ম্যাচ বাতিলের স্পষ্ট কারণ বলা না হলেও বোঝাই গেছিল, আরজি করকাণ্ডে এই মূহূর্তে রাজ্য উত্তাল রয়েছে। মানুষ বিরক্ত, তাই নতুন করে কোনও সমস্যা যাতে না হয়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে দুই প্রধানের সমর্থকরা ডার্বি বাতিল হলেও সল্টলেক স্টেডিয়ামের সামনে প্রতিবাদ জমায়েতের ডাক দিয়েছেন।
আরও পড়ুন-আমরা বিসিসিআইকে কোনও আবেদন করিনি,ওরাই করেছে…আনক্যপড রুল নিয়ে বললেন সিএসকে সিইও!
কয়েক বছর আগে এনআরসি এবং সিএএ লাগু করার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের একটি টিফো খুব ভাইরাল হয়েছিল, যেখানে লেখা ছিল, ‘রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয় ’। মোহনবাগান সমর্থকরাও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে টিফো তৈরি করতেন। আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ড মানুষের মনে নাড়া দিয়ে গেছে।
ফুটবলপ্রিয় মানুষ যারা রাজনীতি বোঝেন না তাঁরাও ঠিক করেছিলেন ডার্বিতে ‘উই ওয়ান্ট জাস্টিস ’ টিফো বা পোস্টার নিয়ে যাবেন। হয়ত আরও অন্য লেখাও থাকতে পারত প্রতিবাদের টিফোয়। সমর্থকদের একাংশের দাবি অপ্রীতিকর পোস্ট এড়াতেও ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাতে যে তাঁদের মুখ বন্ধ সম্ভব নয়, সেটা বোঝাতেই রবিবার সল্টলেক স্টেডিয়ামের সামনে প্রতিবাদ ও জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন-‘চোট না থাকলে, আমি আবার সোনা জিততাম’! এক সপ্তাহ পরেও আক্ষেপ যাচ্ছে না নীরজের…
মোহনবাগান আলট্রাসের তরফে জানানো হয়েছে আরজি কর-কাণ্ডে মাঠের ভিতরের শত্রুতা ভুলে ইস্টবেঙ্গলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করবেন তাঁরা। সুবিচারের দাবিতে তাঁরা টিফো ব্যানার, নিয়ে রাস্তায় নামবেন। মাঠের ভিতর রাজনীতির কোনও জায়গা নেই, তাই তাঁদের আটকানো যাবে না। ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ারও জানিয়েছে রবিবার বহু লালহলুদ সমর্থকই সল্টলেক স্টেডিয়ামে জমা হবেন। উল্লেখ্য এখানে বলে দেওয়া ভালো, বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতারাও এই সুযোগে রবিবারের ফুটবল সমর্থকদের প্রতিবাদে রাজনৈতিক রং লাগানোর চেষ্টায় রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।