আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইএসএলের ডার্বি ম্যাচ। মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। একদিকে ইস্টবেঙ্গল নামবে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে। অন্যদিকে মোহনবাগান নামবে গতবারের হারের বদলা নিতে। সব মিলিয়ে, ম্যাচ যে জমজমাটি হবে তা কার্যত স্পষ্ট। ইতিমধ্যেই, এই ম্যাচকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে।
কিন্তু ম্যাচের টিকিট নিয়ে এখনও ঝামেলা অব্যাহত রয়েছে। দিন দুয়েক আগেই দুই দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল টিকিট সংগ্রহ কী করে করতে হবে। অনলাইনে টিকিট কাটার পর বলা হয়েছিল যুবভারতীর বক্স অফিস থেকে তা রিডিম করতে। তবে আজ, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি, জানানো হল টিকিট রিডিম করা যাবে না যুবভারতী থেকে। লাল-হলুদ শিবিরের তরফ থেকে একটি বিবৃতিতে কিছুক্ষণ আগে বলা হয় যে পুলিশের অনুমতি না পাওয়ার জন্য স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহ করা যাবে না এবং তার পরিবর্তে দলের তাঁবুর 'বুক মাই শো' এর কাউন্টার থেকে করতে হবে। যদিও সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি।
এই বিবৃতি প্রকাশ্যে আসতেই কপালে হাত পড়েছে দুই দলের সমর্থকদের। বিশেষ করে যারা দূর থেকে আসবেন খেলা দেখতে, তাদের জন্য সমস্যাটা আরও বেশি। কারণ স্টেডিয়ামে এসে টিকিট সংগ্রহ করলে যে সময় বাঁচতো, সেটা এখন আর সম্ভব হবেনা। ফলে বাড়তি ঝক্কি পোহাতে হবে তাঁবুতে গিয়ে টিকিট সংগ্রহ করতে গিয়ে।
তবে সে যাই হোক না কেন সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। স্বাভাবিক ভাবেই এই ডার্বিতেও তারা জিততে মরিয়া। বড় ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, 'দেখুন এবারের ডার্বি লড়াই একেবারেই সহজ হবে না। গতবারের পরাজয়ের বদলা নিতে আক্রমণাত্মক খেলা খেলবে মোহনবাগান। ওদের সাতজন প্রভাবশালী ফুটবলার ইতিমধ্যেই ফিরে এসেছে দলে। আমি মনে করি হিজাজির আসল পরীক্ষা এবার হবে। যদিও ও খুব আত্মবিশ্বাসী এবং এই নিয়ে বেশি কিছু ভাবছেনা। তবে এইতো সবে শুরু আগামী দিনে ক্লাবকে আরও খেতাব পাইয়ে দিতে চাই।' এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন দলের সমর্থকদের মুখে হাসি ফোটে আজ। ইস্টবেঙ্গল কি পারবে দাপট অব্যাহত রাখতে? নাকি এবার বাজিমাত করবে মোহনবাগান? জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।