পুরুষদের মতোই ফিফার মহিলা বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা। ২০৩১ সালের ফিফা মহিলা বিশ্বকাপ থেকেই দল বৃদ্ধির সংখ্যা নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফার বৈঠকে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বফুটবলের মঞ্চে মহিলারাও যথেষ্ট নজর কেড়েছেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে ফুটবলের গভার্নিং বডি।
৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ হলে তখন ১২টি গ্রুপ নিয়ে ফরম্যাট হবে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও এক লাফে অনেকটা বেড়ে যাবে। এমনিতে ৬৪টা ম্যাচ হওয়ার কথা থাকলেও দলের সংখ্যা ৪৮ ছুঁলে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১০৪টি। এছাড়াও প্রতিযোগিতার মেয়াদও অন্যান্য বিশ্বকাপের থেকে ১ সপ্তাহ বেড়ে যাবে।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৩ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। সেখানে স্পেন চ্যাম্পিয়ন হয়, আর সেবারই মহিলা ফুটবলও গোটা বিশ্বে অনেক আকর্ষণ টানতে পেরেছে, এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা সভাপতি বলেছেন, ‘২০২৩ মহিলা ফুটবল বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা কনফেডারেশনের একটি করে দল অন্তত একটি করে ম্যাচ জিতেছে। এর মধ্যে পাঁচটা কনফেডারেশনের দল নকআউট স্টেজেও পৌঁছে গেছে। অন্যান্য অনেক রেকর্ডের পাশাপাশি মহিলা ফুটবল গোটা বিশ্বেই এক নতুন মাত্রা যোগ করেছে এই বিশ্বকাপে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।