জামশেদপুর এফসিকে এবছরে আইএসএলের সেমিফাইনালে তুলেছিলেন কোচ খালিদ জামিল। সেখানে তাঁরা হেরে গেলেও লড়াই কিন্তু দিয়ে হেরেছিল, কোথাও মনে হয়নি কম টাকার দল নিয়ে তাঁরা লড়তে ভুলে গেছেন। ইস্টবেঙ্গলের বাতিল বিদেশি সিভেরিও, এটিকের বাতিল বিদেশি জাভিদের নিয়েই খালিদ জামিল লড়ে গেছিলেন এবারের ইন্ডিয়ান সুপার লিগে।
এরপর কলিঙ্গ সুপার কাপেও ফাইনাল পর্যন্ত দলকে তুলেছিলেন জামশেদপুরের হেড কোচ। এই প্রথমবার সুপার কাপের ফাইনালে ওঠে ইস্পাত শহরের দল। ফাইনালে মানোলো মার্কুয়েজে এফসি গোয়ার কাছে ৩ গোলে ম্যাচ হারলেও গোটা প্রতিযোগিতা জুড়েই জামশেদপুর ফুটবলারদের অসম্ভব লড়াকু মানসিকতার প্রমাণ পাওয়া গেছে। এবার তাই দুই প্রধানে কোচিং করিয়ে যাওয়া খালিদ জামিলের ওপরই জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে চাইছে এআইএফএফ।
এশিয়ান গেমসের আগেই অনূর্ধ্ব ২৩ দলের কোচ খালিদ?
জানা যাচ্ছে ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দলেরই হেড কোচ হওয়ার প্রস্তাব এসেছে খালিদের কাছে। নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসের কথা মাথায় রেখে ফেডারেশন চাইছে খালিদকে দায়িত্ব দিতে। এছাড়াও সেপ্টেম্বরে রয়েছে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের কোয়ালিফায়ার, তাঁর আগেই জামশেদপুর এফসির কোচের হাতে ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্ব তুলে দিতে চাইছে এআইএফএফ।
দ্রুত খালিদকে দলে চাইছে ফেডারেশন
এবারের আইএসএলের লিগ স্টেজের পরও জামশেদুুর শেষ করেছিল পঞ্চম স্থানে, যা বহুদিন পর তাঁরা অর্জন করেছে। এআইএফএফ চাইছে একটু হাতে সময় নিয়েই অনুশীলন শুরু করিয়ে দিতে অনূর্ধ্ব ২৩ দলের, তাই খালিদের সঙ্গে দ্রুত চুক্তি সেড়ে নিতে চাইছে তাঁরা। জামশেদপুর এফসির সিইও মুকুল চৌধুরী জানান, ‘ এআইএফএফ ইতিমধ্যেই আমাদের সঙ্গে এবং খালিদ জামিলের সঙ্গে এই নিয়ে কথা বলেছে। কি সিদ্ধান্ত নেবে সেটা পুরোটাই খালিদের ওপর। আমাদের সঙ্গে অনবদ্য সময় কাটিয়েছে খালিদ’।
টানা দ্বিতীয়বার AIFF-র সেরা কোচ খালিদ
এই নিয়ে টানা দ্বিতীয়বার খালিদ জামিল এআইএফএফের বিচারে সেরা কোচের পুরস্কার পেয়েছেন। জানা যাচ্ছে, খালিদ জামিল যদি ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করেন সেক্ষেত্রে তাঁকে ফেডারেশনও জামশেদপুর এফসিতে কোচিং চালিয়ে যাওয়ার ছাড় দেবে। অর্থাৎ খালিদ জাতীয় অনূর্ধ্ব ২৩ দলের পাশাপাশি জামশেদপুর এফসিরও কোচিং করাতে পারবেন।
অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের ড্র ২৯ মে
২০২৬ এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৯ তারিখ কুয়ালালাম্পুরে। আইজলকেও অতীতে আইলিগ চ্যাম্পিয়ন করেছেন খালিদ জামিল। সিমিত শক্তি নিয়েই যেভাবে নর্থইস্টকেও কয়েকবছর আগে আইএসএল প্লে অফে তুলেছিলেন খালিদ, তা দেখে এআইএফএফ মনে করছে এই পজিশনের জন্য উনিই সেরা ব্যক্তি। কদিন আগে মানোলো মার্কুয়েজও বলেছিলেন, এই মূহূর্তে খালিদ জামিলই সেরা ভারতীয় দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।