বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Live: সেমিতে সাঁতারু নটরাজ, জয় দিয়ে শুরু মনিকাদের, জিতল মহিলা হকি দল
CWG 2022 Live: সেমিতে সাঁতারু নটরাজ, জয় দিয়ে শুরু মনিকাদের, জিতল মহিলা হকি দল
8 মিনিটে পড়ুন Updated: 30 Jul 2022, 01:31 AM ISTTania Roy
দ্বিতীয় দিন সোনা জয়ের আশা নিয়ে দিন শুরু করবে ভারত। শনিবারটা বক্সিংয়ের দিক থেকে ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিন ভারতের ১২ বক্সার নামবেন। সেই তালিকায় লভলিনা, নিখাত জারিন এবং অমিত পাঙ্গলরা রয়েছেন। পাশাপাশি ভারতের তিন ভারোত্তোলক পদকের লড়াইয়ে নামবেন। বিশেষ নজর থাকবে টোকিয়োতে রুপোজয়ী চানুর দিকে।
প্রথম দিনে সিন্ধুদের লড়াই-এ এগিয়ে ভারত (ছবি-এপি)
প্রথম দিনটি ভারতীয় দলের জন্য বেশ ভালই গিয়েছে। পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্তের দৌলতে ভারতীয় ব্যাডমিন্টন দল পাকিস্তানের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়ী হয়েছে। যদিও মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বক্সিংয়ে শিব থাপা পাকিস্তানের সুলেমান বালুচের বিরুদ্ধে খুব সহজেই জয় পেয়েছেন। ভারতীয় মহিলা হকি দল ঘানাকে উড়িয়ে দিয়েছে। ১৪ বছর বয়সি স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং মহিলা সিঙ্গলসে জয় পেয়েছেন। ভারতের মহিলা টেবিল টেনিস দলও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে।
30 Jul 2022, 01:31 AM IST
সাঁতার - ভারতের শ্রীহরি নটরাজ ফাইনালে পৌঁছেছেন
ভারতের শ্রীহরি নটরাজ ফাইনালে পৌঁছেছেন। সাত নম্বরে নাম রয়েছে তাঁর। ১০০ মিটার ব্যাকস্ট্রোক শেষ করতে তিনি নিয়েছেন
30 Jul 2022, 01:03 AM IST
এখন পর্যন্ত ভারতের ফলাফলের হাইলাইটস:
পুরুষদের টেবিল টেনিস (টিম) - ভারত ৩-০ বার্বাডোস, ৩-০ সিঙ্গাপুর
মহিলাদের টেবিল টেনিস (টিম) - ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকা, ৩-০ ফিজি
সাঁতার - শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে।
প্যারা-সাঁতার - ভারতের আশিস কুমার পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক S9 ফাইনালে 8 তম স্থান অর্জন করেছেন
বক্সিং - শিব থাপা (63.5 কেজি) থেকে রাউন্ড অফ 16 থেকে থ্রু হয়েছেন
ক্রিকেট: অস্ট্রেলিয়া মহিলাদের কাছে ৩ উইকেটে হেরেছে ভারত মহিলারা
মহিলা হকি: ভারত ৫-০ ঘানা, পুল এ ম্যাচ
ব্যাডমিন্টন: ভারত ৫-০ পাকিস্তান, মিশ্র দলের গ্রুপ ম্যাচ
স্কোয়াশ: অনাহত সিং, আবাহি সিং নিজ নিজ বিভাগে রাউন্ড অফ ৩২ থেকে থ্রু হয়েছেন
30 Jul 2022, 12:42 AM IST
টেবিল টেনিস: সিঙ্গাপুরের বিরুদ্ধে ২-০ এগিয়ে ভারত
পুরুষদের দলগত ইভেন্টে ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। প্রথম ম্যাচে হরমিৎ দেশাই এবং জি সাথিয়ান জুটি ১১-৫, ১১-৫, ৯-১১, ১১-১২ গেমে শো ফ্যাং এবং জে ইউকে হারিয়েছে। দ্বিতীয় খেলায় শরৎ কমল কোয়েন পাংকে ১১-৮, ১১-৯, ১১-৯ গেমে পরাজিত করেন।
29 Jul 2022, 11:47 PM IST
স্কোয়াশ: ১৪ বছরের অনাহত সিং পরের রাউন্ডে উঠল
১৪ বছর বয়সী অনাহত সিং রাউন্ড অফ 64-এ সেন্ট ভিনসেন্টের জাদা রসকে ১১-৫, ১১-২, ১১-০ তে পরাজিত করেছেন। কমনওয়েলথ গেমসে দারুণ শুরু করেছেন অনাহত সিং।
29 Jul 2022, 11:17 PM IST
এখন পর্যন্ত ভারতের ফলাফলের হাইলাইটস:
পুরুষদের টেবিল টেনিস (টিম) - ভারত ৩-০ বার্বাডোস
মহিলাদের টেবিল টেনিস (টিম) - ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকা, ৩-০ ফিজি
সাঁতার - শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে।
বক্সিং - শিব থাপা (63.5 কেজি) থেকে রাউন্ড অফ 16 থেকে
ক্রিকেট: অস্ট্রেলিয়া মহিলাদের কাছে ৩ উইকেটে হেরেছে ভারত মহিলারা
মহিলা হকি: ভারত ৫-০ ঘানা, পুল এ ম্যাচ
ব্যাডমিন্টন: ভারত ৫-০ পাকিস্তান, মিশ্র দলের গ্রুপ ম্যাচ
29 Jul 2022, 08:48 PM IST
জিতল ভারতীয় মহিলা হকি দল
ভারতীয় মহিলা হকি দল ২০২২ সালের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত শুরু করল। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে হারিয়েছে। ভারতের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন গুরজিত কউর। গোল করেন নেহা গোয়েল, সঙ্গীতা কুমারী ও সালিমা তেতে। এখন ভারতীয় মহিলা দল শনিবার (৩০ জুলাই) ওয়েলসের বিরুদ্ধে তাদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে।
29 Jul 2022, 08:17 PM IST
পাকিস্তানকে ০-৩ হারাল ভারত
প্রথম তিন ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। শেহজাদকে ২১-৭, ২১-৬ ব্যবধানে হারিয়ে দিলেন পিভি সিন্ধু। ৩-০ এগিয়ে যায় ভারত।
29 Jul 2022, 07:40 PM IST
পাকিস্তানের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ভারত
শ্রীকান্ত ভারতকে দ্বিতীয় জয় এনে দিলেন। ব্যাডমিন্টনে পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারকত।
29 Jul 2022, 07:36 PM IST
২-০ এগিয়ে গেল ভারত
ঘানার কাছে সমতা ফেরানোর সুযোগ আসলেও সেটা তারা নষ্ট করে। তবে ভারত তখন আক্রমণ করে তাদের ২-০ লিড বাড়ায়, হাফ টাইমের তিন মিনিটেরও কম বাকি ছিল। তখন নেহা একটি দুর্দান্ত রান করেন এবং তার শটটি ঘানার ডিফেন্ডারদের প্রতিহত করে গোল করেন।
29 Jul 2022, 07:00 PM IST
দারুণ শুরু করল ভারতীয় মহিলা হকি দল
ঘানার বিরুদ্ধে এগিয়ে থেকে লড়াই শুরু করল ভারত। গুরজিত কউরের গোলে ১-০ এগিয়ে যায় ভারত।
29 Jul 2022, 06:02 PM IST
টেবল টেনিস- বার্বাডোজের বিপক্ষে জয় ভারতের
জি সাথিয়ানের প্রথমে স্ট্রেট গেমে জয় পায়। তিনি ১১-৪, ১১-৪, ১১-৫-এ জিতেছেন। তা ছাড়া ভারত পুরুষ দলের ইভেন্টে বার্বাডোসকে ৩-০ হারায়। ভারত এখন তাদের পরের টাইতে শক্তিশালী সিঙ্গাপুরের মুখোমুখি হবে, যেটি সন্ধ্যা সাড়ে ছ'টায় শুরু হবে।
বক্সিং-এ পুরুষদের ৬৩ কেজি বিভাগে শিবা থাপা পাকিস্তানের সুলেমান বালোচের সঙ্গে লড়াইয়ে নামবেন। পাক প্রতিপক্ষকে ৫-০ উড়িয়ে প্রথম জয় পেল শিবা থাপা। রাউন্ড ১৬-তে পৌঁছে গেলেন শিবা।
29 Jul 2022, 05:16 PM IST
এখনও পর্যন্ত ভারতের বড় সাফল্য
মহিলাদের টেবিল টেনিস (টিম) - ভারত ৩-০ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে
সাঁতার - শ্রীহরি নটরাজ ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেমিফাইনালে উঠেছে
29 Jul 2022, 05:15 PM IST
টেবিল টেনিস - জয় দিয়ে শুরু পুরুষ টিমেরও
টেবিল টেনিসে ভারতের পুরুষদের টিমও জয় দিয়ে শুরুটা করল। বার্বাডোসের কেভিন ফারলে এবং টাইরেস নাইটকে ৩-০ ব্যবধানে হারিয়েছেন ভারতের হরমিত দেশাই এবং সাথিয়ান জ্ঞানসেকরন।
29 Jul 2022, 05:11 PM IST
বক্সিং - মুখোমুখি ভারত-পাকিস্তান
পুরুষদের ৬০ কেজি বক্সিং-এ শিবা থাপা পাকিস্তানের সুলেমান বালোচের সঙ্গে লড়াইয়ে নামবে। বক্সিংয়ে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।
29 Jul 2022, 05:06 PM IST
ট্রায়াথেলনে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের হতাশাজনক ফল
অলিম্পিক্স রৌপ্য-পদক বিজয়ী অ্যালেক্স ইয়ে কমনওয়েলথ ২০২২-এ সোনা জিতলেন। নিউজিল্যান্ডের হেইডেন ওয়াইল্ড রুপো জিতেছেন এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ হাউসার ব্রোঞ্জ জিতেছেন। ট্রায়াথেলন ইভেন্টের পুরুষদের ব্যক্তিগত (স্পিন্ট ডিসট্যান্স) ফাইনালের ল্যাপ ১-এর শেষে ৪৬ জন প্রতিযোগীর মধ্যে ভারতের আদর্শ মুরলীধরন নায়ার সিনিমোল ৩০তম এবং বিশ্বনাথ যাদব ৩৩তম স্থানে শেষ করেছেন।
29 Jul 2022, 04:59 PM IST
সেমিফাইনালে নটরাজ!
শ্রীহরি নটরাজ তার ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে তৃতীয় হয়েছেন। তিনি ৫৪.৬৮ সেকেন্ড সময় নিয়েছেন এবং সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন।
29 Jul 2022, 04:56 PM IST
সাইক্লিং - যোগ্যতা অর্জন করল মহিলা দল
ময়ূরী লুটে, ত্রিয়াশা পল এবং শুশিকলা আগাশে ভারতের হয়ে সাইক্লিং-এ প্রতিনিধিত্ব করছেন এবং তারা সময় নিয়েছেন ৫১.৪৩৩ সেকেন্ড। তারা স্কটল্যান্ডের চেয়ে তিন সেকেন্ড বেশি সময় নিয়েছে। যে কারণে তাদের আগে শেষ করেছে স্কটল্যান্ড।
29 Jul 2022, 04:54 PM IST
হতাশার ফল
ট্রায়াথেলন ইভেন্টের পুরুষদের ব্যক্তিগত (স্প্রিন্ট দূরত্ব) ফাইনালের ল্যাপ ১-এর শেষে ৪৬ জন প্রতিযোগীর মধ্যে ভারতের আদর্শ মুরলীধরন নায়ার সিনিমোল ৩০তম এবং বিশ্বনাথ যাদব ৩৪তম স্থানে শেষ করেছেন।
29 Jul 2022, 04:28 PM IST
সাইক্লিং: ভারত ৬ স্থানে শেষ করল
পুরুষদের চার মিটারের লড়াইয়ে ভারতের কোনও পদকের জন্য চ্যালেঞ্জ দিতে পারেনি। সোনার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, ব্রোঞ্জের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া ও ওয়েলস।
29 Jul 2022, 04:26 PM IST
সাঁতার: সজন প্রকাশ ৮ম স্থানে শেষ করলেন
সজন প্রকাশ পুরুষদের 50 মিটার বাটারফ্লাই হিট-এ ভারতের প্রতিনিধিত্ব করছেন এবং 25.01 সেকেন্ড সময় নিয়ে শেষ প্রতিযোগিতা শেষ করেছেন। অষ্টম স্থানে শেষ করেছেন তিনি। তিনি সামগ্রিকভাবে ২৪ তম স্থানে ছিলেন এবং সেমিফাইনালে স্থান মিস করেছেন। শুধুমাত্র শীর্ষ ১৬ জন সেমিফাইনালে জায়গা পেয়েছেন।
29 Jul 2022, 03:40 PM IST
লন বল টিম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের
লন বলের সিঙ্গলসে আগেই হেরেছে তানিয়া। এ বার প্রথম রাউন্ডের এ বিভাগ টাই-এ ভারতের পুরুষ দল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬-২৩ ব্যবধানে পরাজিত হয়েছে।
29 Jul 2022, 03:38 PM IST
৪০০ মিটার মিটার ফ্রিস্টাইলে আটে শেষ করলেন কুশাগ্রা রাওয়াত
কুশাগ্রা রাওয়াত পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের হিটে আট নম্বরে শেষ করেছেন। তাঁর সময় ৩:৫৭:৪৫। হিটে তিনি শেষ স্থান অর্জন করায়, ইভেন্ট থেকে বাদ পড়েছেন। তবে হিট তিন থেকে ছয় সাঁতারু অবশ্য ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
29 Jul 2022, 03:30 PM IST
তৃতীয় ম্যাচে জিতেছে শ্রীজা আকুলা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টাইয়ের তৃতীয় ম্যাচে শ্রীজা আকুলা দানিশা প্যাটেলকে এক তরফা লড়াইয়ে ১১-৫, ১১-৩, ১১-৬-এ উড়িয়ে দিল। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ জয় ভারতের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় মহিলাদের টেবিল টেনিস টিম ইভেন্টের প্রথম টাইতে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। প্রোটিয়া মহিলারা টাইয়ের তিনটি ম্যাচে একটিও খেলা জিততে পারেননি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য এটি যথাযথ শুরু।
তৃতীয় খেলায় দানিশা প্যাটেলের মুখোমুখি শ্রীজা আকুলা
ইতিমধ্যেই ডাবলসে দানিশা প্যাটেলকে হারিয়েছে আকুলা। এ বার সিঙ্গলসে সেই দানিশার মুখোমুখি আকুলা। ডাবসলের ফলেরই কি পুনরাবৃত্তি হবে?
29 Jul 2022, 03:16 PM IST
সহজ জয় ছিনিয়ে নিল মনিকা
দুরন্ত ছন্দে প্রথম ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিল মনিকা বাত্রা। মুসফিক কালামকে স্ট্রেট গেমে পরাজিত করেছেন মনিকা। খেলার ফল মনিকার পক্ষে ১১-৫, ১১-৩, ১১-২। রেজাল্ট থেকেই পরিষ্কার একেবারে খড়কুটোর মতোই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মনিকা। নিট ফল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ভারত।
29 Jul 2022, 02:52 PM IST
লন বল- হেরে গেলেন তানিয়া
লন বলের সিঙ্গলসে তানিয়া চৌধুরী তাঁর প্রথম ম্যাচে হেরে গেলেন। স্কটিশ ডি হগগান ২১-১০ একেবারে সহজ জয় তুলে নেন।
29 Jul 2022, 02:45 PM IST
টেবল টেনিসে জয় দিয়ে শুরু আকুলা-রিথের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টেবিল টেনিস দলের গ্রুপ খেলায় প্রথম ম্যাচ জিতে গেল ভারতীয় জুটি। আকুলা-রিথ জুটি ১১-৭, ১১-৭, ১১-৫ হারিয়ে দিয়েছে প্রোটিয়া জুটি দানিশা প্যাটেল-লায়লা এডওয়ার্ডসকে। যার নিটফল, ভারত ১-০ এগিয়ে গেল! ভারতীয় জুটির জন্য দুরন্ত শুরু এটি।
29 Jul 2022, 02:17 PM IST
প্রথম গেম জিতল আকুলা-রিথ
ভারতীয় জুটি রিথ টেনিসন এবং শ্রীজা আকুলা শুরুটা চিত্তাকর্ষক ভাবে করল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম গেম ১১-৭ জিতে গিয়েছে আকুলা-রিথ।
29 Jul 2022, 02:11 PM IST
সাফল্যই লক্ষ্য মনিকাদের
অলিম্পিক্সের ব্যর্থতা মুছতে কমনওয়েলথকে পাখির চোখ করেছেন মানিকা বাত্রারা। মনিকা এ'দিন দু'টি সিঙ্গলসে অংশ নেবেন। আর রিথ টেনিসন এবং শ্রীজা আকুলা একটি করে ম্যাচ খেলবেন। পাশাপাশি টেনিসন এবং আকুলা ডাবলসেও খেলবেন।
29 Jul 2022, 01:34 PM IST
দুুপুর ২টোয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের লড়াই শুরু
ভারতীয় মহিলা টেবিল টেনিস দল তাদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তাদের লক্ষ্য কমনওয়েলথ গেমসে শিরোপা জয় করা। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।
29 Jul 2022, 01:32 PM IST
লন বল ইভেন্ট- পিছিয়ে তানিয়া
তানিয়া পিছিয়ে রয়েছে। স্কোর বর্তমানে স্কটিশ হগগানের পক্ষে ৩-২।
এ দিকে কিউয়িদের বিপক্ষে ১-১ সমতা ফিরিয়েছে পুরুষ দল
29 Jul 2022, 01:30 PM IST
লন বল ইভেন্ট শুরু হয়ে গিয়েছে
পুরুষদের ট্রিপল সেকশন এ, রাউন্ড ১ শুরু হবে- ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
তানিয়া চৌধুরী স্কটল্যান্ডের ডি হগগানের বিরুদ্ধে খেলছেন।
29 Jul 2022, 12:31 PM IST
অজিদের মুখোমুখি হবেন হরমনরা
কমনওয়েলথে গেমসে প্রথম বার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই নিয়ে কিন্তু উত্তেজনা চরমে। আজ শুক্রবার হরমনপ্রীত কাউরের ভারত প্রথম ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর সেই ম্যাচ খেলতে নামার আগে তেতে রয়েছে টিম ইন্ডিয়া।
এ বার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ২১১ জন ভারতীয় অ্যাথলিট। যাঁদের মধ্যে পুরুষ অ্যাথলিট হলেন ১০৬জন। মহিলা অ্যাথলিট ১০৫ জন। ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত।
29 Jul 2022, 12:24 PM IST
তারকা শুটার নীরজের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা ভারতের
চোটের জন্য শেষ মুহূর্তে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন নীরজ চোপড়া। শুধু পদক নয়, বরং বার্মিংহ্যামে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন অলিম্পিক্স গোল্ড মেডেলিস্ট নীরজ। কিন্তু তিনি না থাকায় কার্যত ভারতের নিশ্চিত একটি পদক হাতছাড়া হল।
29 Jul 2022, 12:24 PM IST
ঢাকে কাঠি পড়ে গেছে গেমসের
ইতিমধ্যেই ধুমধাম করে কমনওয়েলথ গেমসের উদ্বোধন হয়ে গিয়েছে। উদ্বোধনী মার্চ পাস্টে জাতীয় পতাকা হাতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং। চোট পেয়ে নীরজ চোপড়া গেমস থেকে ছিটকে গেলে, প্রাথমিক ভাবে পিভি সিন্ধুর নাম ভারতের পতাকা বাহক হিসেবে ঘোষণা করা হয়। পরে অলিম্পিক্স পদকজয়ী সিন্ধুর সঙ্গে জুড়ে দেওয়া হয় হকি তারকা মনপ্রীতকেও। সেই মতোই আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা দেখা যায় মনপ্রীত ও সিন্ধুর হাতে। ভারতীয় তারকাদের পরনে ছিল নীল কুর্তা ও সাদা পাজামা।