ইংল্যান্ডের পুরুষ দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকস চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ডারহ্যামের জার্সিতে তিনি আগুনে মেজাজে রয়েছেন।
ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে একটি ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলার পর, তারকা অলরাউন্ডার চেস্টার-লে-স্ট্রিটের রিভারসাইডে গ্ল্যামারগানের বিপক্ষে আরও একটি দুরন্ত নক খেলেন। ডারহ্যাম তাদের প্রথম ইনিংসে ৩১১ রান করে। স্টোকস করেন ৮২, যা ডারহ্যামের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান।
আরও পড়ুন: দুইবার একইভাবে আউট হয়ে পূজারার কাছে টিপস নিতে ছুটেছিলাম: রিজওয়ান
তবে তাঁর এই ইনিংস খেলার সময়ে মার্নাস ল্যাবুশেনের বলে সজোরে আঘাত পান স্টোকস। অজি তারকার বল লেগ সাইডে খেলার চেষ্টা করেছিলেন স্টোকস। কিন্তু ডেলিভারিটি ঠিক মতো ব্যাটে-বলে না লাগার ফলে, সেটা শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করে।
আঘাত লাগার পরেই ৩০ বছরের তারকা ব্যাট ফেলে মাটিতে শুয়ে পড়ে ছটফট করতে থাকেন। বল যে বেশ জোরেই যে লেগেছে, সেটা বোঝা যাচ্ছিল। তবে সেই ব্যথা নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করেননি। সামলে নিয়ে আবার নিজের ব্যাটিংয়ে মন দেন স্টোকস। তখন ব্রিটিশ তারকার রান ছিল ৩৩। এর পর তিনি ৮২ করে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।