শুভব্রত মুখার্জি: আফগানিস্তানের সিনিয়র ক্রিকেট দলের ইন্টারিম কোচ নির্বাচিত হয়ে দলের সঙ্গে বাংলাদেশ সফরে গিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাকে নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। উল্লেখ্য একটা সময়ে বাংলাদেশ সিনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্টুয়ার্ট ল।
রশিদ খানদের কোচের দায়িত্ব গ্রহণ করে ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন ল। বিষয়টি নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। উল্লেখ্য টি-২০ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকেই ফাঁকা পড়ে ছিল পদটি। উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দদের হয়ে স্বল্প মেয়াদে কাজ করেছিলেন স্টুয়ার্ট ল। সেই সময় জাতীয় দলে শাকিবদের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
পরবর্তী সময় পারিবারিক সমস্যাকে কারণ দর্শিয়ে বাংলাদেশের কোচের চাকরি ছেড়ে দেন তিনি। কোচিংয়ে আসার আগে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১টি টেস্ট ও ৫৪টি ওয়ানডে খেলেছেন ল। ১৯৯৬ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ও খেলেছিলেন তিনি। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি। আফগানরা, বাংলাদেশে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।