পাকিস্তানের ৭০ বছরের ক্রিকেট ইতিহাস এমন ঘটনা এই প্রথম ঘটল। মাত্র ৬৪ বলের মধ্যেই বিরোধি পক্ষকে উড়িয়ে দিল পাকিস্তানের বোলাররা। এর আগে কখনও এণনটা হয়নি। আসলে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বোলারদের সামনে খড়কুটোর মতো উড়ে গেল হংকংয়ের ব্যাটাররা। আর তাতেই একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান দল।
আরও পড়ুন… ভারতের কাছে হারতে লাইভ টিভিতে নিজেদের মধ্যে 'খেয়োখেয়ি' পাকিস্তানের ২ প্রাক্তনীর
এদিন টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় হংকং। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯৩ রান তোলো। উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান ৭৮ রান করে অপরাজিত থাকেন। ফখর জামান করেন ৫৩ রান। ১৫ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ। জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানে অলআউট হয়ে যায় হংকং-এর গোটা দল। দলের কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৮ রান করেন নিজাখাত খান। শাদাব খান মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। মহম্মদ নওয়াজ মাত্র ৫ রান দিয়ে নেন তিনটি উইকেট।
আরও পড়ুন… রেকর্ড জয়! হংকংকে ৩৮ রানে উড়িয়ে পাকিস্তানের ইতিহাসে নাম বাবরদের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।