SET 2023 answer key and results: SET-র রেজাল্ট আসছে! কবে ‘অ্যানসার কি’? কতদিন চ্যালেঞ্জ করা যাবে? জানাল কমিশন Updated: 21 Dec 2023, 09:47 AM IST Ayan Das গত রবিবার পশ্চিমবঙ্গে সেট পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র কবে প্রকাশিত হবে, কবে রেজাল্ট ঘোষণা করা হবে, তা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। উত্তরপত্র প্রকাশের পরে কতদিন চ্যালেঞ্জ করা যাবে, সেটাও জানিয়ে দেওয়া হল।