পূর্ব ভারত থেকে দিল্লিগামী বন্দে ভারত স্লিপার চালু করা হতে পারে শীঘ্রই। রিপোর্ট অনুযায়ী, উত্তর ভারতের সমস্তীপুর অথবা দরভঙ্গা স্টেশন থেকে এই ট্রেন চালানো হতে পারে দিল্লি রুটে। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে বিহারকে রেল সংক্রান্ত এই উপহার দেওয়া হতে পারে বলে জল্পনা তুঙ্গে।