The Statesman House Latest Update: কবে 'টেক মল' হিসেবে আত্মপ্রকাশ ঘটছে 'দ্য স্টেটসম্যান হাউজের'? সামনে নয়া আপডেট Updated: 31 Dec 2024, 08:18 AM IST Abhijit Chowdhury কলকাতা মানেই আবেগ, কলকাতা মানেই নস্টালজিয়া। তবে সান্প্রতিক সময়ে উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে সেই নস্টালজিয়া যেন কোথাও হারিয়ে যাচ্ছে। তবে সেই নস্টালজিয়ার অন্যতম বড় 'চরিত্র' দ্য স্টেটসম্যান হাউজ শীঘ্রই নতুন রূপে আত্মপ্রকাশ ঘটাতে চলেছে।