TCS Latest Update: পথ দেখায় টাটাই! TCS-র প্রথম মহিলা COO হচ্ছেন আরতি, ইতিহাস গড়তে চলা অফিসার কে? Updated: 15 Apr 2025, 09:51 PM IST Ayan Das পথ দেখায় টাটা গ্রুপ। ইতিহাস গড়ল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। প্রথমবার ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ করা হল এক মহিলাকে। যিনি ইতিহাস তৈরি করতে চলেছেন, তিনি আদতে কে?