RBI On Bank Of Baroda: ব্যাঙ্ক অফ বরোদার অ্যাপে নয়া গ্রাহকদের নেওয়া বন্ধ করতে হবে, নির্দেশ RBI এর, উদ্বেগ কী নিয়ে? Updated: 10 Oct 2023, 07:46 PM IST Sritama Mitra রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং অ্যাক্টের আওতায় ৩৫ এর এ ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক তার ক্ষমতা বলে, রিজার্ভ ব্যাঙ্ক, ব্য়াঙ্ক অফ বরোদাকে ওই নির্দেশ দিয়েছে। ‘এখনই এই নির্দেশ বলবৎ’ করার কথা সেখানে উল্লেখ রয়েছে।