কোন ভাষা শিখতে পারেননি বলে আক্ষেপ থেকে গিয়েছে? অকপট মোদী Updated: 28 Feb 2021, 07:05 PM IST Ayan Das 'মন কি বাত'-এ নিজের মনের কথা খুলে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মহিলা প্রশ্ন করেছিলেন, এতদিনের প্রশাসনিক জীবনে তাঁর কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে। জবাবে মোদী জানালেন, একটি ভাষা শিখতে পারেননি তিনি। কোন ভাষা বলেছেন তিনি, দেখে নিন -