ম্যাচ শেষে রাহানে বললেন, ‘দলগতভাবেই আমাদের ব্যাটিং ব্যর্থ হয়েছে আজ। এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, যেটা আমি টসের সময়ই বলেছিলাম। ১৮০-১৯০ রান তুলতে পারলে এই উইকেটে ভালো লড়াই দেওয়া যেত। এই উইকেটে ভালো বাউন্স ছিল, যেটা কখনও কখনও ব্যাটারদের কাজে লাগাতে হবে। এই হার থেকে আমরা শিক্ষা নিতে চাইব ’।