২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া রোহিত। আর বদলা পূরণ হলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছরের পুরনো ক্ষততেও পড়বে স্বস্তির প্রলেপ। সেমিতে কিউয়িদের হারিয়ে ৪ বছর আগের হারের বদলা নেওয়া হয়েছে। এবার অজিদের হারিয়ে জ্বালা জুড়োতে চায় ভারত। তবে রবিবার ফাইনালে কোন কোন বিষয় ফ্যাক্টর হতে পারে, জেনে নিন।