Elevated Corridor in North Bengal: উত্তরবঙ্গে ১৪ কিমি এলিভেটেড করিডরে অনুমোদন! বরাদ্দ ১৪০০ কোটি টাকা, কবে শেষ হবে?
Updated: 08 Jan 2025, 07:22 PM ISTউত্তরবঙ্গে ১৪ কিলোমিটার এলিভেটেড করিডর তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আনুমানিক খরচ ধরা হয়েছে ১,৪০০ কোটি টাকা। যে এলিভেটেড করিডরের কারণে প্রচুর মানুষের সুবিধা হবে। লাভবান হবেন স্থানীয় বাসিন্দারা। লাভ হবে পর্যটকদেরও।
পরবর্তী ফটো গ্যালারি