India vs New zealand- সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার দিনে হাস্যকর রেকর্ড আকাশদীপের! আউট হয়ে গড়লেন বিরল লজ্জার নজির…
Updated: 03 Nov 2024, 07:00 PM ISTভারতীয় দলের ক্রিকেটার আকাশদীপ, এমনিতে মুম্বইয়ের পিচে খুব খারাপ বোলিং করেছেন সেটা বলা যাবে না। কারণ তিনি যেটুকু সুযোগ পেয়েছেন লালমাটির এই উইকেটে বোলিং করার, তারই মধ্যে নিজের কাজটা সেড়ে ফেলেছেন তিনি। নতুন বলে দুই ইনিংসেই উইকেট নিয়েছেন।তবে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটের রেকর্ড বুকের এক লজ্জার অধ্যায়ে
প্রথম ইনিংসে অদ্ভূতভাবে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাজেভাবে আউট হলেন আকাশদীপ। তিনি প্রথম ইনিংসে একটি বলও খেলার সুযোগ পাননি। মাঠে নেমেছিলেন বিরাট কোহলির দেওয়া ব্যাট নিয়ে। মনে করা হয়েছিল, কয়েক দিন আগে আকাশদীপ যেমন বিরাটের ব্যাট নিয়েই পরপর বাউন্ডারি মেরেছিলেন, তেমনই কিছু করে দেখাবেন। কিন্তু ওইটুকুই। বিনা রানেই, বিরাটের মতো রানআউট হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। হয়েছিলেন ডায়মন্ড ডাকের শিকার। ছবি- পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি