Airtel Mobile Plan Price Hike: গ্রাহকদের জোর ধাক্কা এয়ারটেলের, একলাফে ২০০ টাকা দাম বাড়ল মোবাইল প্ল্যানের Updated: 18 Jun 2022, 06:07 PM IST Abhijit Chowdhury Airtel Mobile Plan Price Hike: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল তাদের কিছু প্ল্যানের দাম পরিবর্তন করেছে। এখনও পর্যন্ত এয়ারটেল প্রিপেড প্ল্যানের জন্য ট্যারিফ বাড়িয়েছিল। কিন্তু এখন তারা পোস্টপেইড প্ল্যানের দামও বাড়াচ্ছে।