বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোমর আরও কষতে শুরু করে দিয়েছে ইউনুস সরকার। এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে গেল ইউনুস প্রশাসনের এক চিঠি। আর সেই চিঠিতে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের আর্জি রয়েছে। কী রয়েছে সেই চিঠিতে?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়ে রেড নোটিস জারি করার জন্য আবেদন জানানো হয়েছে। যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন রয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। জানা গিয়েছে, শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে আলাদা তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। এই তথ্য। জানা গিয়েছে, পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে। বাংলাদেশে গত ২০২৪ সালে জুলাই-অগস্ট আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে পতন হয় হাসনা সরকারের। রাতারাতি দেশ ছাড়েন শেখ হাসিনা। ৫ অগস্ট তিনি ভারতে আসেন। ভারতেই নেন আশ্রয়। শেখ হাসিনা সহ সেদেশের অনেকেই দেশ ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। বাংলাদেশ থেকে চলে যাওয়া সেই ব্যক্তিদের বিরুদ্ধেই এই রেড নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে গিয়েছে ঢাকার চিঠি।
( Waqf Protest: ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার ময়দানে পিরজাদারা! এপ্রিলেই ব্রিগেড সমাবেশ, ডাক ফুরফুরা থেকে)
( Bangladesh Pakistan Relation: ‘বাংলাদেশের বিদেশনীতি কি পাকপন্থী? এমন প্রশ্ন.. ’, মুখ খুললেন ইউনুসের উপ-প্রেস সচিব)
( Astro Tips: টিকটিকি শরীরের এই বিশেষ অংশগুলিতে পড়লে মেলে গয়না, ভূসম্পত্তি! পঞ্জিকামত রইল)
( Elon Musk to Visit India: গতবছর পিছিয়ে ছিলেন ট্যুর, মোদীর সঙ্গে কথা হতেই মাস্ক বললেন,'এবছর ভারত সফরে..')
শেখ হাসিনা ছাড়া যাঁদের বিরুদ্ধে এই রেড নোটিস জারির আবেদন রয়েছে, তাঁরা হলেন, আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রাক্তন বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ, প্রাক্তন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ অনেকে। প্রসঙ্গত, দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া অভিযপক্তদের শণাক্ত করতে সাহায্য করে থাকে ইন্টারপোল। আর সেকারণেই ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়ে তাদের দ্বারস্থ হয়েছে ঢাকা।