ভয়ঙ্কর দুর্ঘটনা! রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে দ্রুত গতিতে ধাক্কা মারল গাড়ি। গতি এতটাই ছিল যে ধাক্কা লাগার পর মহিলা কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদুর্গ জেলার মোলাকালমুর তালুকের ১৫০ নম্বর জাতীয় সড়কে। ধাক্কা মারার পর গাড়িটি একই গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় পুলিশ মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: প্রয়াগরাজে কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, বাংলার চার পুণ্যার্থীর একত্রে মৃত্যুতে শোক
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার নাম অনন্তম্মা। মহিলা বিজয়নগর জেলার কুদলিগি তালুকের রায়াপুরার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যার দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই মহিলা তাঁর আত্মীয় এবং সন্তানদের নিয়ে চার লেনের জাতীয় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভির ৩০ সেকেন্ডের ফুটেজে দেখা গিয়েছে, যে অনন্তম্মা দ্বিতীয় লেনের কাছে পৌঁছে যান। তাঁর সঙ্গে থাকা শিশু ও এক মহিলা তখন প্রথম লেনেই ছিলেন।
সেইসময় গাড়িটি কার্যত রকেটের গতিতে এসে অনন্তম্মাকে ধাক্কা মারে। আর অন্য মহিলা অল্পের জন্য রক্ষা পান। ফুটেজে দেখা গিয়েছে, গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার অভিঘাতে মহিলা কার্যত ছিটকে গিয়ে পড়েন দ্বিতীয় লেনে। আর পুরো ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে। তখন আশেপাশের লোকজন সেখানে ছুটে আসেন। জানা গিয়েছে, ধাক্কা লাগার ফলে মাথায় গুরুতর চোট এবং পায়ে আঘাত পান মহিলা। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে, গাড়িটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জানা গিয়েছে, ঘটনার পর রামপুরা পুলিশের আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ একটি মামলা দায়ের করে গাড়ি এবং চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এমন ঘটনায় জাতীয় সড়কে পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় দ্রুতগতিতে যানবাহন ছুটে যায়, সেখানে পথচারীদের দুর্ঘটনার সম্ভাবনা বেশি। পুলিশ জানিয়েছে, পলাতক চালকের খোঁজ অব্যাহত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে।