জমে উঠেছে তরজা। একদিকে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর অপরদিকে কংগ্রেস নেতা গৌরব গগৈ ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।।
এবার কংগ্রেসকে নিশানা করে ফের তির ছুঁড়লেন অসমের মুখ্য়মন্ত্রী। কার্যত কংগ্রেস এমপি জয়রাম রমেশকে নিশানা করলেন তিনি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, অসমের প্রাক্তন ও বর্তমান মুখ্য়মন্ত্রীর বিষয়টি অসমের মানুষ ঠিক করবেন। আপনি নন। সেই ২০১৪ সাল থেকে কংগ্রেস যেভাবে পরাজিত হয়েছে সেটা আপনাকে মনে করাতে চাই না। যতদিন আমরা ক্ষমতায় আছি ততদিন জনগণের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর। আমি সংশ্লিষ্ট এমপিকে বলছি আদালতে যান।যাতে সেখানেও এই বিষয়টি ওঠে। আমার বিরুদ্ধে আইনগত পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অসম সরকারও আজ থেকে আইনগত ব্যবস্থা নিচ্ছে। লিখেছেন অসমের মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গেই তাঁর নিশানায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
কারণ জয়রাম রমেশ আগেই লিখেছিলেন, অসম সিএম ও বিজেপি আমি সহকর্মী গৌরব গগৈকে নিশানা করেছে। এটা চরিত্র হনন। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আর তারপরই এনিয়ে পালটা দিলেন অসমের মুখ্য়মন্ত্রী।
কংগ্রেসের লোকসভা সাংসদ গৌরব গগৈ রবিবার বলেছেন যে তিনি ‘অসমের জনগণের জ্ঞানের উপর পুরোপুরি আস্থা রাখেন’, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে যে তার স্ত্রী এলিজাবেথ, একজন ব্রিটিশ নাগরিক, যা তিনি ‘অপপ্রচার’ হিসাবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘অসমের জনগণের প্রজ্ঞার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, যা তারা এই সুস্পষ্ট অপবাদ প্রচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন। বিজেপি সরকারের দেখানোর মতো কোনও পারফরম্যান্স নেই। তারা তাদের কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা একটি বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন, তথ্যহীন, অপপ্রচারে লিপ্ত হচ্ছে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গগৈ বলেন, ’আমরা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব।