বাংলা নিউজ > ঘরে বাইরে > TMC on Odisha Train Derailed: 'লজ্জা থাকলে…' ওড়িশায় বেলাইন ট্রেন, মৃত বাংলার যাত্রী, রেলমন্ত্রীকে তোপ তৃণমূলের
পরবর্তী খবর
বেঙ্গালুরু কামাখ্য়া সুপারফাস্ট এক্সপ্রেস বেলাইন। ওড়িশার কটকের কাছে নেরগুন্দি স্টেশনের কাছে বেলাইন হল এক্সপ্রেস ট্রেন। এবার সেই ঘটনায় কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্য়াগ দাবি করছে তৃণমূল।
সর্বভারতীয় তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে 'ওড়িশার কটকে বেঙ্গালুরু-কামাখ্য়া সুপারফাস্ট এক্সপ্রেস বেলাইন। একজন মারা গিয়েছেন। অনেকেই আহত হয়েছেন। বিকশিত ভারত আক্ষরিক অর্থেই বেলাইন হয়ে গিয়েছে।'
তৃণমূল লিখেছে, 'যদি হাফ মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের এক আউন্সও লজ্জা থাকে তবে তাঁর পরবর্তী ঘোষণা হওয়া উচিত তাঁর ইস্তফা।' এরপরই পোস্ট করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ছবি। পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে ট্রেন থেকে নামছেন কয়েকজন যাত্রী।