বাংলা নিউজ > ঘরে বাইরে > TMC MP Smoking on Stage: সভামঞ্চে বসে 'নেশা' তৃণমূলের এমপির, 'মমতার TMC!' ছবি দেখাল তেলাঙ্গানার বিজেপি
পরবর্তী খবর
তেলেঙ্গানার বিজেপি নেতা। এন রামাচন্দর রাও। তিনি বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য। পেশায় আইনজীবী। তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। আর সেই ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের এমপি সৌগত রায় একেবারে সভামঞ্চে বসেই ধূমপান করছেন। এই ছবি দেখে চমকে গিয়েছেন অনেকেই।
সভামঞ্চে বসে এই নেশা করার ছবি দেখে চমকে গিয়েছেন অনেকেই। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ছবিটি ঠিক কোন সময়ের সেটাও জানা যায়নি। তবে সভামঞ্চে সৌগতর পাশে বসে রয়েছেন একাধিক তৃণমূল নেতা। সেই অবস্থায় একেবারে মঞ্চে বসে তিনি একের পর এক সুখটান দিচ্ছেন। এই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। যিনি এই কাজ করছেন তিনি তৃণমূলের অত্য়ন্ত বর্ষীয়ান এমপি। দীর্ঘ অভিজ্ঞতা। তাঁর আচরণ দেখে অন্য অনেকের শেখার কথা। কিন্তু তাঁর এই আচরণ তো শিউরে ওঠার মতো।