বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব।বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য তাণ্ডব পরিবেশন করেছিলেন। অনেক ভক্ত উপবাস করে এবং ডিম, মাংস, মাছের মতো আমিষ খাওয়া থেকে বিরত থেকে মহা শিবরাত্রি পালন করেন।আর এই আবহে সুইগি ইনস্টামার্ট থেকে আমিষ খাবার সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মহাশিবরাত্রি উপলক্ষ্যেই কি বিশ্বাস করা হয় যে এই রাতে ভগবান শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য তাণ্ডব পরিবেশন করেছিলেন। অনেক হিন্দু ভক্ত উপবাস করে এবং ডিম, মাংস, মাছ ইত্যাদি খাওয়া থেকে বিরত থেকে মহা শিবরাত্রি উদযাপন করেন। সুইগি ইনস্টামার্ট থেকে আমিষ খাবার সব সরানো হয়েছে, এমন প্রশ্ন তুলছেন বহু গ্রাহক। মুম্বই থেকে বেঙ্গালুরু, দেশের সব জায়গা থেকেই আমিষ খাবার তুলে নিয়েছে সুইগি ইনস্টামার্ট। একাধিক গ্রাহক বাজারের তালিকা তৈরি করতে গিয়ে সুইগি ইনস্টামার্টে ডিম, মাছ, মাংস-সহ কোনও ধরনের আমিষ খাবারদাবার পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে একাধিক গ্রাহক জানান, তাঁরা সুইগি ইনস্টামার্টে কোনও ধরনের আমিষ খাবার আজ পাচ্ছেন না। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আমিষ খাবার নেই, সুইগি কেয়ারের মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রশ্ন তুলে ধরেন। এক্স পোস্টে এক গ্রাহক জানান, সুইগি ইনস্টামার্ট-এ ডিম বা আমিষ খাবারের কোনও চিহ্ন নেই। বেশ বিরক্তিকর। আরেক জন গ্রাহক বলছেন, সুইগি ইনস্টামার্টে ডিম সার্চ করলে ব্রেড বা দুধ দেখা যাচ্ছে।শুধুমাত্র শিবরাত্রির কারণে মাছ, মাংস বন্ধ করে দিচ্ছে।এটা কি ইচ্ছাকৃত সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন এক গ্রাহক।
অবশ্য এর প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, সংস্থা বিষয়টি দেখছে। কী কারণে আমিষ খাবার মিলছে না,তারা সে বিষয়ে খোঁজ, খবর করে জানাবেন বলে সুইগি কেয়ারের তরফে জানানো হয়।বলা হয়েছে, ‘আমরা গ্রাহকদের সমস্যা বুঝতে পারছি।সমস্যাগুলি পর্যবেক্ষণ করা হবে।’আরেকজন গ্রাহককে সুইগি ইনস্টামার্ট পুনরায় ইনস্টল করার পরামর্শ দিয়েছে সংস্থা।